শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগরে এক ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি বসতঘর, একটি গোয়াল ও একটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে দুইটি গবাদি পশু মারাত্মক দগ্ধ হয়েছে। এতে ঘরে থাকা ধনিয়া, কালো জিড়া ও আসবাব পত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার গভীর রাতে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের মোড়ল কান্দি গ্রামের আফছের মোল্যার গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন লেগে পার্শ্বের আফসের মোল্যার বসতঘর, খালেক মোল্যার বসতঘর ও রান্নাঘর পুড়েছাই হয়ে যায়। স্থানীয় লোকজন ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে গোয়াল ঘরে থাকা ২টি গবাদি পশু অগ্নিদগ্ধ হয়ে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এ ছাড়াও বসত ঘরের কৃষি ফসল, নগদ টাকা, আসবাবপত্রসহ সব কিছু পুড়ে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্ত লোকজন।

স্থানীয়দের ধারণা আফসের মোল্যার গোয়াল ঘরে থাকা মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আলী আহম্মেদ মুন্সি বলেন, নড়িয়ার রাজনগরের অগ্নিকান্ডের ব্যাপারে আমরা কোন সংবাদ পাইনি।

(কেএনআই/এলপিবি/অক্টোবর ৩, ২০১৫)