টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা গ্রামের মৃত আ. ছামাদ তালুকদারের ছেলে মো. ইকবাল হোসেন তালুকদার বিগত চারদলীয় জোট সরকারের সময় মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়ে ভাতা উত্তোলন করছেন। স্থানীয়রা দাবি করছেন, তিনি মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেননি, তিনি একজন ভূয়া মুক্তিযোদ্ধা।

স্থানীয়রা জানায়, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন বিগত চার দলীয় জোট সরকারের সময় ইকবাল হোসেন তালুকদার দলীয় প্রভাব খাটিয়ে বীর মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশ গেজেটে( নং-৫৬৫৯) নামভূক্ত করান। এরপর থেকে তিনি নিজেকে বীরমুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে নিয়মিত সরকারি ভাতা উত্তোলন করছেন।

ঘাটাইলের আনেহলা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হবিবুর রহমান ও ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শাহ্ নেওয়াজ জানান, মো. ইকবাল হোসেন তালুকদার কখন-কোথায় মুক্তিযুদ্ধে অংশ নেন তা তারা জানেন না। রণাঙ্গণে তাকে তারা কোনদিন দেখেন নি। তিনি চারদলীয় জোট সরকারের সময় প্রভাব খাটিয়ে গেজেটে নাম লিখিয়ে পরে সরকারের ভাতা উত্তোলন করছেন। এ বিষয়ে কেউ আবেদন করেনি, আবেদন করলে সরেজমিনে তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবেন বলেও জানান তারা।


(আরকেপি/এএস/অক্টোবর ০৩, ২০১৫)