পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অবহিতকরণ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আজ শনিবার পঞ্চগড় টেকন্যিাল স্কুল ও কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং দক্ষতা উন্নয়ন নীতি বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে নানা সুপারিশ গ্রহণ করা হয়।

এতে ন্যাশনাল স্কিলস্ ডেভেলপমেন্ট কাউন্সিলের (এনএসডিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম খোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে আইএলওর প্রতিনিধি সেজার ড্রাগুট্যান, এনএসডিসির প্রকল্প পরিচালক মোঃ ইমরান, পরিচালক মোহাম্মদ রেজাউল করিম, উপপরিচালক মোঃ কামরুজ্জামান, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।

কর্মশালায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

(এসএবি/এএস/অক্টোবর ০৩, ২০১৫)