লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১ টায় লোহাগড়া কমিউনিটি সেন্টারে উপজেলা কৃষক লীগের আহবায়ক গোলাম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ এস এম আবু সাইদ, সম্পাদক মাহাবুবুর রহমান, কৃষক লীগ জাতীয় কমিটির সদস্য খান জাহাঙ্গীর আলম, কাজী বনি আমিন,আজাদ সিকদার, মনজুরুল করিম মুন,আঃ হাই সরদার, শেখ সাহিদুর রহমান, সৈয়দ মশিয়ুর রহমান, যুব লীগ সভাপতি আশরাফুল আলম প্রমুখ।

(আরএম/অ/অক্টোবর ০৪, ২০১৫)