স্পোর্টস ডেস্ক : আজ ৫ অক্টোবর। দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজার ৩২তম এবং তার ছেলে সাহেলের দ্বিতীয় জন্মদিন। ১৯৮৩ সালের আজকের এই দিনে নড়াইল জেলায় তিনি জন্মগ্রহণ করেন মাশরাফি এবং ২০১৪ সালে আজকের এই দিনে ঢাকায় তার ছেলে সাহেল জন্মগ্রহণ করে।

নামটা শুনলে এই মানুষটার চেহারা ভেসে ওঠে চোখের সামনে, যিনি এক রকম যুদ্ধ করে যাচ্ছেন নিজের সঙ্গে, প্রতিনিয়ত। বাংলাদেশ ক্রিকেট টিমের বিশেষ এক ব্যক্তিত্ব তিনি। বাংলাদেশের হয়ে খেলার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন।

ক্রিকেটের প্রতি তার এতোটাই ভালোবাসা, পায়ে মোট ১০ বার অস্ত্রপচারের পরও তিনি এখনো খেলে যাচ্ছেন। ছোটবেলায় তিনি ছিলেন ফুটবল ও ব্যাডমিন্টন খেলায় পারদর্শী। সুযোগ পেলেই স্কুল ফাঁকি দিয়ে চলে যেতেন তার প্রিয় চিত্রা নদীতে সাঁতার কাটতে।

এছাড়া ক্রিকেটের প্রতিও তার ছিল অনেক আগ্রহ বিশেষ করে ব্যাটিংয়ে। মোটরসাইকেল চালাতে অনেক ভালোবাসেন তিনি। নড়াইলের প্রাণ ভোমরা মাশরাফিকে গ্রামের সবাই ‘Prince of Hearts’ বলে। তরুণ প্রজন্মের হৃদয়ে একটি বিশেষ আসন গ্রহণ করে আছেন মাশরাফি।

(ওএস/এএস/অক্টোবর ০৫, ২০১৫)