স্টাফ রিপোর্টার : যাত্রা শুরু করলো মোবাইল ফোন, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংক্ষেপে মিয়াজাব। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়।

নবগঠিত কমিটির উপদেষ্টা উদয় হাকিম। সভাপতি ডেইলী সানের গোলাম শাহ্নী। কমিটির তিনসহ সভাপতি হলেন মাসুদ রুমি (কালের কণ্ঠ), এনায়েত ফেরদৌস (নিউজ টুডে) ও এম শাহজাহান (জনকণ্ঠ)। কমিটির অন্যরা হলেন সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সুমন (বিটিভি), অর্থ সম্পাদক এমএম মাসুদ (মানবজমিন), সাংগঠনিক সম্পাদক এমএ বাতেন বিপ্লব (এসএ টিভি), সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক (চ্যানেল আই), আন্তর্জাতিক সম্পাদক ইব্রাহিম হোসেন অভি, কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (যুগান্তর), নারী উন্নয়ন সম্পাদক কাবেরী মৈত্রেয় (৭১ টিভি), ইভেন্ট সম্পাদক মাহাবুর আলম সোহাগ (জাগো নিউজ), করপোরেট এ্যাফেয়ার্স সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন (আলোকিত বাংলাদেশ), প্রচার ও প্রকাশন সম্পাদক রোকন মাহমুদ (সংবাদ), ক্রীড়া ও সংষ্কৃতি সম্পাদক রহিম শেখ (জনকণ্ঠ), গবেষণা ও উন্নয়ন সম্পাদক (ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও মোবাইল ফোন) মিরাজ শাম্স (সমকাল), আসাদ জুবায়ের (মানব কণ্ঠ) ও সাদ্দাম হোসেন ইমরান (দি রিপোর্ট), দপ্তর সম্পাদক ময়নুল হাসান সোহেল (ইনকিলাব), কার্যকরী সদস্য রিশান নাসিরুল্লাহ (বাংলাভিশন), আবু আলী (আমাদের সময়), হাসানুল শাওন (এনটিভি), শাহ আলম নূর (নিউ নেশন) ও মিজানুর রহমান (অবজারভার)।

(ওএস/এএস/অ/অক্টোবর ০৫, ২০১৫)