গোপালগঞ্জ প্রতিনিধি : বেতন বৈষম্যের প্রতিবাদে ও ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোপালগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন গোপালগঞ্জে জেলা শাখা এ কর্মমূচী পালন করে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধ কর্মসূচী পালন করা হয়। এতে বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ফারিয়ার সদস্য রাম কৃষ্ণ, মিয়া আসাদ, রিপন কুন্ডু প্রমুখ।

বক্তারা বলেন, বেতন কম হওয়ায় পরিবার পরিজন নিয়ে সংসার চালাতে কষ্ঠসাধ্য হয়ে পড়ছে। বেতন বৃদ্ধি, চাকুরীর নিশ্চয়তা এবং সাপ্তাহিক ও জাতীয় ছুটির বিধানসহ ৫দফা দাবি জানান তারা।

(এমএইচএম/এএস/অক্টোবর ০৫, ২০১৫)