গাজীপুর প্রতিনিধি : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর সঙ্গে দেখা করতে কাশিমপুর কারাগারের (ঢাকা কেন্দ্রীয় কারাগার-১) ভেতরে গেছেন তার আইনজীবী।

মঙ্গলবার বেলা সোয়া ২টায় সাকা চৌধুরীর কনিষ্ঠ আইনজীবী হুজ্জাতুল ইসলাম আলফেসানি কারাগেটে এসে পৌঁছান। এরপর সাকার সঙ্গে দেখা করতে কারাগারের ভেতরে যান তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১’র সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা সংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সাকা চৌধুরী রিভিউ আবেদন করবেন বলে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে লিখিতভাবে জানিয়েছেন তার আইনজীবীরা। কোন কোন গ্রাউন্ডে রিভিউ চাওয়া হবে, সে বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনা জানতে কারাগারে গেছেন বলে জানিয়েছেন আলফেসানি।

ঢাকা থেকে রওনা হওয়ার পর তিনি বলেন, আপিল বিভাগের পূর্ণাঙ্গ চূড়ান্ত রায় প্রকাশের পর রায়ের অনুলিপি সালাউদ্দিন কাদের চৌধুরীর কাছে পৌঁছানো হয়েছে। তিনি সম্পূর্ণ রায় পড়ে পুনর্বিবেচনার আবেদন করবেন বলে সিদ্ধান্ত জানিয়েছেন। কারাগারের ভেতরে ঢোকার পর থেকে তার সঙ্গে কথা বলার জন্য আধা ঘণ্টা সময় বরাদ্দ করেছে কারা কর্তৃপক্ষ। এর মধ্যে রিভিউয়ের বিষয়ে দিক-নির্দেশনা নেবো।

তবে এসব বিষয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যদি তার অন্য আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করতে চান, সে সুযোগও রয়েছে। পরবর্তীতে তিনি কোন কোন আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে চান জেনে এসে সে প্রক্রিয়া চালাবেন বলেও জানান হুজ্জাতুল ইসলাম আলফেসানি।

মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ১৬ জুন জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। গত ৩০ সেপ্টেম্বর এ দু’জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর ০১ অক্টোবর দু’জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ। তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যু পরোয়ানাও পড়ে শোনানো হয়।

সে থেকে দু’জনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন। শনিবার সকালে মুজাহিদের আইনজীবীরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার সঙ্গে দেখা করে এসে জানান, তিনি রিভিউ আবেদন করবেন বলে সিদ্ধান্ত জানিয়ে নির্দেশনা দিয়েছেন।

(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০১৫)