গাইবান্ধা প্রতিনিধি : সুন্দরগঞ্জে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে শিশু সৌরভ (৮) গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ও সাংসদ লিটনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুরে শহরের পৌর শহীদ মিনার চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ ও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের ব্র্যাক মোড়ে সৌরভ ভোরে ঘুম থেকে উঠে রাস্তায় হাটাহাটি করছিলো। এসময় সংসদ সদস্য লিটন পাজেরো নিয়ে বামনডাঙ্গা থেকে সুন্দরগঞ্জ যাচ্ছিলেন। তিনি ব্র্যাক মোড়ে পৌঁছিলে গাড়ির সামনে রাস্তায় সৌরভের চাচাকে দেখে গাড়ি ব্রেক করে তার উপর ক্ষিপ্ত হন। পরে গুলি ছুড়লে সৌরভের দুই পায়ে তিন গুলি লাগে।

(এএসএস/এএস/অক্টোবর ০৬, ২০১৫)