গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বাবলু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

উপজেলার গাইবান্ধা-কাউনিয়া রেল লাইনের চাপাদহ ৭৬ নম্বর রেল গেটের কাছে সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

বাবলু মিয়া সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ (পাঁচজুম্মা) গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু মিয়া বাড়ির পাশে রেল লাইনের ধারে প্রতিদিন জাল দিয়ে মাছ ধরতেন। সোমবার রাতে খাবার খেয়ে তিনি মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে রেল লাইনে ঘুমিয়ে পড়েন তিনি। পরে রাত ১২টার দিকে সান্তাহার-লালমনিরহাটগামী করতোয়া ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

(আরআই/এলপিবি/অক্টোবর ৬, ২০১৫)