(১)
রাজা আছে প্রজা আছে আছে চাটার দল
হরিবল হরিবল!
ঢোল আছে ঢপকি আছে আছে হাতের বল
হরিবল হরিবল!
শুদ্ধ কী আর অশুদ্ধ কী ঝগড়াটা সম্বল
হরিবল হরিবল!
জ্ঞানের পথে কাঁটা ছড়ায় কাঁটা নয় অম্বল?
হরিবল হরিবল!
বড় যারা হয় রে তারা করে না ত ছল
হরিবল হরিবল!
নদীর পানি মাপতে কেউ খুঁজে বাঁশের নল?
হরিবল হরিবল!
হিংসা নিন্দা ঈর্ষা লোভে করে কে কৌশল?
হরিবল হরিবল!
মিথ্যাকথা বলে যারা মনটা নয় উজ্জ্বল
হরিবল হরিবল!
সরল কথা গরল ভাবে ভাবনাটা দুর্বল
হরিবল হরিবল!
আঘাত দেয়া নয় ত ভালো আঘাত কাদা-মল
হরিবল হরিবল!
ভালো কাজে সব সময়ে হয় যে ভালো ফল
সরি বল সরি বল।
সবার মুখে ঝরুক হাসি চাই না চোখে জল
সরি বল সরি বল।
আষাঢ় মাসে মেঘবৃষ্টি নামলো নয়া ঢল
পুকুর ভরা পদ্মজলে হাসে রে টলটল!
আকাশ ভরা সূর্য-আলো দিচ্ছে শুধু কল
জ্ঞানের পথে ধ্যানের পথে আলোর পথে চল।

(২)

থই থই
বাড়ি ভাসে
হাঁড়ি ভাসে
ছোট বড়
গাড়ি ভাসে
এত জল
কই থই ?

থই থই
থই থই
জলে ভাসে
বইটই
ইশকুল
ভেসে যায়
মন করে
টইটই !
থই থই
থই থই
বড় হতে
পড়ো বই।

(৩)

মুরগি চড়িয়া বানর চলিল
শিয়াল দেখিয়া তারে বলিল –
‘তুই ত গিলিয়া খাবি
মুরগির রান
এইসব দেখিয়া আমার
বুকে মারে টান !
আমি আছি ভুখা নাঙ্গা
পেটে নাই খানা
তুই ত মারিলে ছক্কা
ডেকে আনি থানা!’
বানর বলিল, ‘দাদা !
বুদ্ধির ঢেঁকি !
পরের শান্তি হইলে
জ্বলি যাও দেখি!
জ্বলে জ্বলে তলে তলে
কর সর্বনাশ
তোমার মতো খারাপ দেয়
উন্নয়নে বাঁশ !
তুমি খাও প্রতিদিন
মাছ মাংস রুটি
তোমার পিছে অমন করে
আমি কী আর ছুটি ?’

পরের মঙ্গল চিন্তা কর
নইলে খাবে লাথি
রোদ বৃষ্টিতে পরের মাথায়
ধরতে শেখো ছাতি।