মিনিগাড়ি

বাসায় বাসায় তাগিদ দিয়ে

বাহনটা যায় যাত্রী নিয়ে

মিনিগাড়ির যাত্রী মিনি

তুমি আমি সবাই চিনি

ছুটির দিনটা ছাড়া বাহন

যাচ্ছে দেখি প্রতিদিনই।

মিনিগাড়ির যাত্রী ওরা

ছোট্ট ছোট ম্যান

ওদের নিয়ে যায় যে ছুটে

বিদ্যালয়ের ভ্যান।



কম্পু ছড়া

কম্পিউটার বাটন টিপে

ফুটতো যদি ধান

বন্যা শোকে কাতর আমার

কৃষক পেত প্রাণ।

বাটন টিপে ডিলিট যদি

করা যেত দুখ

সুখের আলোয় হাসতো দেশের

অভাবী ঐ মুখ।

বিপন্ন ঐ গ্রামের চেনা

সরল শিশুর হাসি

কম্পু যদি রাখতো ধরে

পুরো বারোমাসই।



আমার পাখি

রং পেন্সিল সাদা কাগজ

থাক না ওসব থাক না

মাউস দিয়ে অাঁকছি পাখি

মেলছে দেখ পাখনা

ইনটারনেট পথ বেয়ে সে

যাক না উড়ে যাক না।