স্পোর্টস ডেস্ক: ট্যাক্স ফাঁকি দেওয়ার অভিযোগ থেকে মুক্তি পেলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি।

তবে এই অভিযোগে তার পিতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।

স্প্যানিশ কর্তৃপক্ষ মেসি ও তার বাবার বিরুদ্ধে ৪ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ করে।

স্প্যানিশ সরকারি কৌসুলিরা জানান, মেসির বাবা বেলিজ ও উরুগুয়েতে কোম্পানি স্থাপনের মাধ্যমে ২০০৭ ও ২০০৯ সালে মেসির আয় থেকে এই পরিমাণ অর্থ ফাঁকি দেন কর কর্তৃপক্ষকে। মেসির আইনজীবীরা আদালতকে জানান, মেসি জীবনে কখনো কোনো চুক্তিপত্র পড়ে সময় নষ্ট করেননি। তাই তার বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম চলতে পারে না।

বার্সেলোনা হাইকোর্ট গত জুনে অবশ্য বলেছিল মেসিকে দায়মুক্তি দেয়া হবে না, এই সম্পর্কে কোনো কিছু না জানার পরেও। কিন্তু সবর্কালের সেরা ফুটবলারকে আর এই আইনি ঝামেলায় জড়াতে হবে না।

মেসি ও তার বাবা ২০১৩ সালের আগস্টে ৫ মিলিয়ন ইউরো স্প্যানিশ কর কর্তৃপক্ষকে প্রদান করেন। তারপরেও যদি মেসির বাবার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার ১৮ মাসের জেল ও দুই মিলিয়ন ইউরো জরিমানা দিতে হবে।

(ওএস/এসএমএস/অক্টোবর ৭, ২০১৫)