আন্তর্জাতিক ডেস্ক : মিসরের দক্ষিণাঞ্চলে দু’টি গোত্রের মধ্যে চলমান দাঙ্গার দ্বিতীয় দিনে ১৮ জন নিহত হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ২৩-এ। খবর বিবিসির।

গত শুক্রবার বিকেলে শুরু হওয়া ওই দাঙ্গার পর শনিবার উভয় পক্ষের নেতারা একটি বৈঠক করলেও কোনো মীমাংসা হয়নি।

এ দাঙ্গায় এ পর্যন্ত ৩১ জন আহত ও বেশ কয়েকটি বাড়ি-ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আরব বানি হিলাল গোত্র ও একটি নুইবিয়ান পরিবারের মধ্যে সংগঠিত দাঙ্গা বন্ধে তারা পদক্ষেপ নেবে।

এদিকে সহিংসতার ঘটনায় রবিবার ওই অঞ্চলের ১৭টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

(ওএস/এইচআর/এপ্রিল ০৬, ২০১৪)