গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার ভোর রাতে কালিতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী  রুমি খাতুন (১৫) টেস্ট পরীক্ষায় ভাল ফলাফল করতে না পারায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

রুমি খাতুন গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের শেখ রেজাউল করিমের মেয়ে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, রুমি খাতুন দশম শ্রেণির টেস্ট পরীক্ষার ফলাফল ভালো করতে পারেনি। এ নিয়ে তার বাবা-মা রুমিকে বকাবকি করে। মঙ্গলবার রাতে খাওয়া শেষে রুমি নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতে যে কোন সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রুমি। ভোর রাতে পরিবারের লোকজন লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রুমির বাবা শেখ রেজাউল করিম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করেছেন।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।

(এসআরডি/এলপিবি/অক্টোবর ৭, ২০১৫)