গাজীপুর প্রতিনিধি : গাজীপুর থেকে ৮’শ মুনিয়া ও টিয়া পাখিসহ আটক দুই ব্যক্তিকে বুধবার একবছর করে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজা প্রাপ্তরা হলেন, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার মজিবুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৩৮) এবং আফাজ উদ্দিনের ছেলে লাল মিয়া (৪০)। তারা দুইজনই পাখি ব্যবসায়ী। পাখি গুলো জব্দ করা হয়েছে।

বন বিভাগের বন্যপ্রাণী অঞ্চলের বন সংরক্ষক ড. তপন কুমার দে জানান, মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার আউপগাড়ার এলাকায় অভিযান চালিয়ে ৮শ’ পাখিসহ ওই দুইজনকে আটক করা হয়। পাখি গুলোর মধ্যে ৪২০টি মুনিয়া প্রজাতির এবং ৩৮০টি টিয়া প্রজাতির। বুধবার দুপুরে তাদের র‌্যাব-১০ এর ভ্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাদের একবছর করে কারাদণ্ড প্রদান করেন।

তিনি আরো জানান, বন্য প্রাণী বিভাগের অনুমতি ছাড়াই তারা পাখি ব্যবসা করে আসছিল। জব্দ পাখিগুলো ঢাকার মিরপুর বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

(এসএএস/এএস/অক্টোবর ০৭, ২০১৫)