ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী ব্যাপিষ্ট খ্রিষ্টান মিশনের গির্জার ধর্মযাজক লুক সরকার (৫২)কে বাসায় ঢুকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় আটক শিবির কর্মী ওবায়দুল ইসলাম (২৮)কে আজ বুধবার পাবনা জেল হাজতে চালান দিয়েছে ঈশ্বরদী থানা পুলিশ।

ওবায়দুল ইসলামকে রিমান্ডে আনার ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিমান কুমার দাশ জানান, আদালতের কাছে রিমান্ডের আবেদন চাওয়া হয়নি। প্রয়োজন হলে পরে রিমান্ডে আনা হবে বলে জানান। এই ঘটনার তদন্তে অগ্রগতি প্রসংগে বিমান দাশ জানান, পুলিশের অনেকগুলো টিম এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং তদন্তের অগ্রগতিও সন্তোষজনক। তদন্তের স্বার্থে এছাড়া এই মূহুর্তে আর কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।


উল্লেখ্য, গত ৫ই অক্টোবর সকালে ঈশ্বরদীর বিমান বন্দর সড়কে পবিত্র বাইবেল পাঠ করার সময় দূর্বৃত্তরা ঈশ্বরদী ব্যাপিষ্ট খ্রিষ্টান মিশনের গির্জার ধর্মযাজক লুক সরকার (৫২)কে গলা কেটে হত্যার চেষ্টা করে। এঘটনায় পুলিশ লুক সরকার , তার পরিবার ও এলাকাবাসীর তথ্য অনুযায়ী ৬ই অক্টোবর ভোরে সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রাম হতে শিবির কর্মী ও নাশকতা মামলার পলাতক আসামী ওবায়দুল ইসলাম (২৮)কে ঈশ্বরদী থানা পুলিশ গ্রেফতার করে।

(এসকেকে/এএস/অক্টোবর ০৭, ২০১৫)