ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ফাদার লুক সরকার হত্যা প্রচেষ্টা ও এএসআই সুজাউল হত্যার পর আইন-শৃঙ্খলার উন্নয়নকল্পে বুধবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসের নির্দেশে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাকিল মাহমুদের সভাপতিত্বে আইন শৃঙ্খলার উন্নয়ন, কেপিআই ভুক্তসহ বিভিন্ন স্থাপনা নিরাপদ রাখা ও বিদেশীদের নিরাপত্তা প্রদান সম্পর্কিত এই সভায় পরামর্শমূলক বক্তব্য দেন, পাকশী পেপার মিলের এমডি এবিএম মহিউদ্দিন, এটিআইয়ের উপাধ্যক্ষ নুরুল আমীন, পাকশী বিভাগীয় লোকো প্রকৌশলী এবিএম কামরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, আনসার ভিডিপির কমান্ডার চাঁদ আলী, কৃষি গবেষণা কেন্দ্রের টিএসও ওবায়দুল্লাহ কায়সার, ঈশ্বরদী ইপিজেডের সচিব মমিন উদ্দিন আহমেদ, সাংবাদিক তৌহিদ আক্তার পান্না, আলাউদ্দিন আহমেদ, সেলিম সরদার ও মাহাবুবুল হক দুদুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রিশজন প্রতিনিধি।

সভায় কেপিআই ভুক্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা মতে পুলিশ ও আনসার মোতায়ন, উপজেলা প্রশাসনের নিকট হাল নাগাদ বিদেশীদের অবস্থানের রির্পোট দাখিল, অপরিচিত ব্যক্তিদের কেপিআই ভুক্তসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকতে না দেওয়া, গীর্জা, খানকা শরীফ ও মাজার সমূহে প্রয়োজন হলে আনসার নিয়োগ করার সিদ্ধান্ত নেয়া হয়। পুলিশ প্রশাসন জানায়, ইতিমধ্যে ঈশ্বরদীর বিভিন্ন প্রতিষ্ঠানে অবস্থানরত ১’শ ১৬ জন বিদেশীর নিরাপত্তা প্রদানে পুলিশ নিয়োগ এবং সম্ভাব্য ক্রাইম পয়েন্টে গুলোতে পুলিশি টহল বৃদ্ধি করা হয়েছে। পুলিশের সাথে ঘোটা ঈশ্বরদীর বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ২’শ ৫৯ জন আনসার দায়িত্ব পালন করছে।

(এসকেকে/এএস/অক্টোবর ০৭, ২০১৫)