গোপালগঞ্জ প্রতিনিধি : কোটালীপাড়া ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ১৫ ছাত্র আহত হয়েছে।

আজ বুধবার বিকেল ৪টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে ছাত্রলীগের দু’গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে ২জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এ সময় কোটালীপাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান এর অপিসের গ্লাস ভাংচুরের ঘটনা ঘটে। কলেজ সংসদ নির্বচনে প্রার্থীতা নিয়ে শামীম গ্রুপ ও বাঁধন গ্রুপ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আগামী ১৭ অক্টোবর কোটালীপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রী কলেজ সংসদ নির্বাচন।

কলেজের সাবেক জিএস শামীম দাড়িয়া ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির ইসলাম বাঁধন দু’জনেই ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী হিসাবে মনোনয়ন চায়। কিন্তু, নীতি নির্ধারকরা বাঁধনকে দলীয় মনোনয়ন দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

(এমএইচএম/এএস/অক্টোবর ০৭, ২০১৫)