স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের ক্রিকেট দল তাদের সফর আগামী বছরের জানুয়ারি মাস থেকে এগিয়ে এনে এ বছরের নভেম্বরেই করার জন্য রাজি হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা রাবিদ ইমাম বলেন, অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের সফর স্থগিত করায় এই সময়টা ফাঁকা পরে যাচ্ছিল। তাই জিম্বাবুয়ে দলকে নির্ধারিত দুইটি টেস্ট এই নভেম্বরে খেলার জন্য প্রস্তাব করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিম্বাবুয়ে রাজি হয়েছে। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে যেগুলোর মাধ্যমে টেস্টের সময়সূচি নির্ধারণ করা হবে। তবে নভেম্বরের প্রথম সপ্তাহেই তারা আসবেন।

এর আগে অক্টোবরের ১ তারিখে অস্ট্রেলিয়া দল নিরাপত্তা কারণ দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষণা দেয়।

রাবিদ ইমাম বলেন, জিম্বাবুয়ে দলের জানুয়ারিতে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও তিনটি টি-২০ খেলার কথা রয়েছে।

সেটাকে দুভাগ করে টেস্ট ম্যাচ দুটি এখন নভেম্বরে খেলার প্রস্তাব করা হয়েছে। জিম্বাবুয়ে দল বাংলাদেশের তাদের নিরাপত্তার ইস্যুতে কোনো প্রশ্ন তোলেনি।

রাবিদ ইমাম মনে করেন, এখনকার পরিস্থিতিতে দলটির বাংলাদেশে আসাটা অবশ্যই একটা ইতিবাচক ব্যাপার হবে।

সূত্র: বিবিসি

(ওএস/এলপিবি/অক্টোবর ৮, ২০১৫)