গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে একটি মামলা থেকে জামিন পাওয়ায় ক্ষিপ্ত হয়ে আসামীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে বাদী পক্ষের লোকজন। আজ বৃহস্পতিবার দুপুরে সদর সাব রেজিষ্ট্রি অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহতের স্বজনেরা জানায়, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সিঙ্গিপাড়া গ্রামে সম্প্রতি একটি মারামারির ঘটনায় হান্টু শেখকে (২৭) আসামী করে আসলাম শেখ একটি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারজানা আক্তারের আদালতে হাজির হয়ে জামিন লাভ করে। পরে হান্টু শেখসহ অন্যান্যরা আদালত থেকে বেরিয়ে ঘটনাস্থলে আসলে বাদী পক্ষের সমর্থক কাওসার শেখ ও তার ছেলে খায়রুল শেখসহ ভাড়াটিয়া ১৫/১৬ জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালায়।

হান্টু শেখকে তারা পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় আদালত চত্ত্বরের আশেপাশে আতংক ছড়িয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

(এমএইচএম/এএস/অক্টোবর ০৮, ২০১৫)