ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ এএসআই সুজাউল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ৩ আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার হভীর রাতে ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো বাঘইল ঠাকুর পাড়ার আব্দুস সামাদের পুত্র মাসুদ রানা, পাকশীর যুক্তিতলা গ্রামের হোসেন গেদুর পুত্র খোকন ও বাঘইল পশ্চিমপাড়ার জহিরের পুত্র জনি। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ নিশ্চিত করেছেন গ্রেফতারকৃতরা এএসআই সুজাউল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িত। সুজাউলকে হত্যা করার সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের কল লিস্টের সুত্র ধরে তাদের এই খুনে জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে। কারণ এরা সবাই পেশাদার অপরাধী।

আটককৃতদের নিকট থেকে এটিএসআই সুজাউল ইসলাম খুনের গুরুত্বপুর্ণ অনেক তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের ঈশ্বরদী থানা পুলিশ দশ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে পাবনায় প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, গত ৪ঠা অক্টোবর রবিবার রাতে মোবাইলে ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এএসআই সুজাউলকে হত্যা করা হয়। পরদিন সোমবার পুলিশ পাকশী রেলওয়ে কলেজের পিছনে একটি হলুদের ক্ষেত হতে হাত-পা ও চোখ-মুখ বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

(এসকেকে/এলপিবি/অক্টোবর ৮, ২০১৫)