টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব যথাযথ মর্যাদা ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে কালিহাতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালিহাতি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন কালিহাতী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সাদমীন, কালিহাতী পৌরসভার মেয়র আনসার আলী বিকম, কালিহাতীর থানার ওসি সাইফুল ইসলাম, কালিহাতি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।

ওই সময় কালিহাতী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পূজা মন্ডপগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। তথ্যমতে, কালিহাতি উপজেলার ১৩ ইউনিয়ন ও ২ পৌরসভায় ১৬২ টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহদ ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ।

(এসজি/এএস/অক্টোবর ০৮, ২০১৫)