গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :জাতীয় সংসদের ডিপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন- সাম্য হত্যাকারীদের বিচার ও ফাঁসি বাংলার মাটিতে হবেই হবে। তিনি সাম্য হত্যাকান্ডের বিচার দ্রুত শেষ করতে দ্রুত বিচার আদালতে এ মামলা স্থানান্তরের সর্ব প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে সাম্য হত্যার প্রতিবাদে প্রতিষ্ঠিত সাম্য মঞ্চের আয়োজনে বিশাল এক প্রতিবাদ সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

‘সাম্য মঞ্চে’র আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল এ সমাবেশে আরও বক্তব্য রাখেন সাম্যের পিতা পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান সরকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা ময়নুল হক সরকার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছানোয়ার হোসেন আকন্দ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য কামরুল হাসান ফাহিয়ান, বাসদ সমন্বয়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক ছাত্রলীগ নেতা জালাল উদ্দিন রুমি, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সেকেন্দার আলী প্রমুখ।
ডিপুটি স্পিকার আরও বলেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান সরকারের একমাত্র পুত্র আশেকুর রহমান সাম্য অপহরণ হওয়ার পর থেকে লাশ উদ্ধার হওয়া পর্যন্ত গোবিন্দগঞ্জ থানার তৎকালিন ওসি এবিএম জাহিদুল ইুসলাম মোবাইল ফোনে কার কার সাথে কি কথা বলেছেন, তার রেকর্ড বের করতে হবে। এ জন্য ওসি জাহিদুল ইসলামের সরকারী ও ব্যক্তিগত মোবাইল নম্বরের কললিস্ট উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি তিনি আহ্বান জানান।

এর আগে ডিপুটি স্পীকার সকাল সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জের তুলশি পাড়ার সাম্যের কবর জিয়ারত করেন এবং মেয়রের বাসভবনে গিয়ে সাম্যের শোকাহত পরিবারের সাথে দেখা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

উল্লেখ্য ঈদুল আযহার দিন ভোরে গোবিন্দগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি পুত্র আশেকুর রহমান সাম্যর বস্তাবন্দি লাশ পৌর ভবনের পাশের একটি বাসার সোকয়েল থেকে উদ্ধার করে পুলিশ। এর আগে ২৪ সেপ্টেম্বর দুপুর থেকে সাম্য নিখোঁজ ছিল।


(এসআরডি/এসসি/অক্টোবর০৮,২০১৫)