আধো আধো বোল

বাত কাই না লুতি কাই না
কাই না আমি পোলাও
মাচ কাই না গোচ কাই না
কাই না কোকাকোলা-ও।

তক কাই না জাল কাই না
কাই না কোনো আচাল
এতব কেতে নিষেধ আতে
আব্বু-মামা-চাচাল।

তফি কাই না কফি কাই না
কাই না কোনো চা
একতুকানী ছুঁতে গেলেই
মা বলবে—না।

কারণ হলো এই—
আমি একন অনেক ছোতো
এতব কেতে নেই।

ক্যাট

সস্তা দরে বস্তা ভরে
কমলা-আপেল কিনে
দিল্লী থেকে বিল্লি গেল
রিকশা চড়ে চীনে।

চীন দেশেতে ভিনবেশেতে
বিল্লি দেখে রাতে
লক্ষ চীনার লক্ষ্য শুধু
মাংস ভরা পাতে।

মাংসগুলো হংস কীনা
করতে গিয়ে বাছ
বিল্লি হঠাৎ চিল্লি মেরে
চক্ষু চড়ক গাছ।

মাংসগুলো হংস নহে
নয় যে কোনো ‘র‌্যাট’
দিল্লী ফিরে বিল্লি জানায়
মাংসগুলো ‘ক্যাট’।

হিসিবাবু

বাবা আছে বাড্ডায়
অফিসের কাজে
মা আছে পাকঘরে
শিম-আলু ভাজে।
আর খোকা
ঘুমখোকা
কথা বলে না যে।

একদম চুপ্পুস
আছে খুব লাজে
কারণ সে হিসিবাবু
হিসি ভরা গা-যে।