ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আজ ১০ অক্টোবর শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের খারঘর গণহত্যা দিবস।

১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী জাহাজে করে এসে খারঘর এলাকায় আক্রমণ করে। নির্বিচারে গুলি করে ৫৩ জন নারী-পুরুষ-শিশুকে হত্যা করে। আহত হন ১২৭ জন। নিহত ৫৩ জনের মধ্যে ২৭ জনকে কবর দেওয়া হয় খারঘর গণকবরে।

প্রতিবছর এদিন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে খারঘর গণহত্যা দিবসটি পালন করা হয়।

খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জীবন জানান, নতুন প্রজন্মকে খারঘরের মানুষের আত্মত্যাগের কথা জানাতেই প্রতিবছর খারঘর গণহত্যা দিবস পালন করা হয়। এতে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালোভাবে জানতে পারছে।

এদিকে দিবসটি পালনে এদিন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও স্মরণ সভার আয়োজন করেছে খারঘর গণকবর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি।

(ওএস/এলপিবি/অক্টোবর ১০, ২০১৫)