স্টাফ রিপোর্টার : অনিয়ম, দুর্নীতি ও ঋণ জালিয়াতির দায়ে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে অপসারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

একই সঙ্গে আগামী দুই বছর অন্য কোনো ব্যাংকে তার দায়িত্ব পালনেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

রবিবার বিকেলে তাকে অপসারণের কথা জানান বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী।

তিনি বলেন, তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ থাকায় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে করা সমঝোতা স্মারক যথাযথভাবে প্রতিপালন না করায় অপসারণ করা হয়েছে।

এসকে সুর বলেন, আগামী ৮ জুন পর্যন্ত কাজী ফখরুল ইসলামের মেয়াদ ছিল। আজ বিকেল পাঁচটায় তাকে চিঠি দিয়ে অপসারণের কথা জানানো হয়েছে।

এর আগে এসব অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে কাজী ফখরুল ইসলামকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে ব্যর্থ হন। পরে কেন্দ্রীয় ব্যাংকের স্ট্যান্ডিং কমিটি গভর্নরের কাছে ব্যাংক কোম্পানির আইনের আওতায় তাকে অপসারণের সুপারিশ করে।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)