মাগুরা প্রতিনিধি: ‘শিশু গড়বে সোনার দেশ, পায় যদি সে পরিবেশ’ এই প্রতিপাদ্য নিয়ে  রবিবার মাগুরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে মাগুরা শিশু একাডেমীর উদ্যোগে শহরের সৈয়দ আতরআলী পাঠাগার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা শিশু একাডেমীর কর্মকর্তা আহমেদ আল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা এনজিও কো-অডিনেটর আব্দুল হালিম প্রমুখ।

সভায় বক্তারা- শিশু অধিকার প্রতিষ্ঠা, বাল্য বিবাহ প্রতিরোধসহ শিশুদের শারীরীক ও মানসিক বিকাশে সুন্দর পরিবেশ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে শিশুরা।

(ডিসি/এলপিবি/অক্টোবর ১১, ২০১৫)