বগুড়া প্রতিনিধি: এখনো শীত না এলেও কুয়াশা পড়তে শুরু করেছে বগুড়া অঞ্চলে। রাতে কিছুটা শীত অনুভুত হলেও দিনে প্রচন্ড গরম। পরিবর্তন হতে শুরু করেছে বগুড়ার আবহাওয়া। আবহাওয়ার পরিবর্তনের সাথে কৃষি জমিতে চাষবাসের রকমও পাল্টেছে। চলতি বছর শীত মৌসুম আসবার আগেই বগুড়ায় শুরু হয়েছে সবজি চাষ।

জেলায় আগামজতের সবজি চাষ হয়েছে সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে। ফলন পাওয়া যাবে প্রায় ১ লাখ মেট্রিক টন। বগুড়া কৃষি সম্প্রসারন অধিদপ্তর সুত্রে জানা যায়, বগুড়ায় শীত ও গ্রীস্মকালিন সবজি চাষাবাদ করা হয়। গ্রীস্মকালিন সবজি শেষ হয়েছে। আমন চাষের পর শীতকালে সরিষা, আলু ও সবজি চাষে নামে বগুড়ার চাষিরা। কিন্তু, এবার আমন চাষও আগাম হয়েছে। আগাম আমন চাষ হওয়ায় আগামভাবে ধান পাওয়া যাবে। আর সেই সুযোগে বগুড়ার চাষিরা আগামজাতের সবজি চাষ করেছে। শীতের শুরুতেই এই সবজি বাজারে উঠবে। শীত মৌসুমে আবারও পুরোদমে সবজি চাষ হবে। বর্তমানে মাঠ পর্যায়ে প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। প্রতি হেক্টরে ১৮ মেট্রিক টন ফলন ধরা হয়েছে। সেই হিসেবে আগাম সবজি উৎপাদন হবে প্রায় ১ লাখ মেট্রিক টন।বগুড়ার শাজহানপুর উপজেলার আসলাম আলী জানান, শীমের ফুল ফুটছে। আগামী কিছুদিনের মধ্যে বাজারে শীতকালিন শীম পাওয়া যাবে। নতুন শীমের বেশি দাম পাওয়া যায়। এ জন্য আগামজাতের শীম চাষ করা হয়েছে। শীতের শুরুতেই এফলন বাজারে বিক্রি হবে। শীত এলে আবার নতুন করে সবজি চাষ হবে। বগুড়া সদরের শাখারিয়া গ্রামের আহসানুল কবির জানান, শীতকালের সবজি হিসেবে বাধা কপি, ফুল কপি, শীতকালিন বেগুন, বরবটি, মুলা চাষ হয়েছে। কিছু কিছু ক্ষেতে সবজির চারা বড় হয়েছে। বরবটির ক্ষেতে ফুল দেখা গেছে। আরো কয়েকটা দিন সময় লাগবে। স্থানীয় চাষিরা বেশি দাম পাওয়ার আমায় আগামজাতের কয়েকপ্রকার সবজি চাষ করেছে। আমর ধান কাটার পর এ সবজি চাষ আরো বাড়বে। শীত মৌসুমে পুরো সবজির চাষ হবে। বগুড়ার কাহালু উপজেলার পাচপীর এলাকার আব্দুল বাছেদ জানান, আগামজাতের অঅমন চাষ হয়েছে। কয়েকদিনের মধ্যে ধান কাটা হবে। ধান কাটার পরই স্থানীয় চাষিরা বাড়িতে ফলন বা আগামজাতের শীত সবজির চাষ করবে। আবার শীত মৌসুম শুরু হলে শীতের সবজিও চাষ হবে। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক চন্ডি দাস কুন্ডু জানান, জেলায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে আগামজাতের সবজি চাষ হয়েছে। দিন যাচ্ছে আর আগামজাতের সবজি চাষ বাড়ছে। প্রতি হেক্টরে ১৮ মেট্রিক টন ফলন ধরা হয়েছে। গত বছর সবজি আবাদে রেকর্ড গড়ে ছিল বগুড়ার সবজি চাষীরা। এবারো আগাম সবজি ভাল ফলনের আশায় সবজি চাষিদের পরামর্শ প্রদান করা হচ্ছে।




(এএসবি/এসসি/অক্টোবর১১,২০১৫)