নিউজ ডেস্ক : বাংলাদেশি সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) প্রায় ৫৪ জিবিপিএস ব্যান্ডউইথ রফতানি করবে ইউরোপে। এতদিন এ ব্যান্ডউইথ অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল। 

এরই মধ্যে ইউরোপের অন্যতম বৃহৎ কোম্পানি টেলিকম ইতালিয়া স্পার্কলের কাছে এই বিপুল পরিমাণ ব্যান্ডউইথ বিক্রির ব্যাপারে বোর্ড সভায় প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিএসসিসিএল। সাবমেরিন কেবল কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সাবমেরিন কেবল কোম্পানির এক কর্মকর্তা জানান, সরকারের সম্মতি পেলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএসসিসিএল। খুব শিগগিরই বিএসসিসিএল দেশের বাজারেও ব্যান্ডউইথের মূল্য আরো কমবে বলে জানান ওই কর্মকর্তা।

এদিকে আইআরইউ পদ্ধতি ব্যবহারের অধিকার দিয়ে বিদেশি কোম্পানির কাছে ব্যান্ডউইথ রফতানির সিদ্ধান্ত নিয়েও বিশেষজ্ঞ মহলে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে দেশীয় বাজারের সর্বনিম্ন মূল্য ৬২৫ টাকা প্রতি এমবিপিএসের তুলনায় প্রায় ৬৫ গুণ কম দামে ইউরোপে ব্যান্ডউইথ রফতানি করা হচ্ছে।

রফতানি মূল্যের হিসাব-নিকাশ: টেলিকম ইতালিয়া স্পার্কলের কাছে ১৫ বছর মেয়াদে প্রায় ৫৪ জিবিপিএস ব্যান্ডউইথের মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৭৭ লাখ টাকা। এর সঙ্গে ৩ শতাংশ হারে রক্ষণাবেক্ষণ মূল্যসহ বাংলাদেশ মোট পাবে ১৪ কোটি ৪৫ লাখ টাকা। প্রতি এমআইইউ কিলোমিটারের দাম ধরা হচ্ছে ৫২ সেন্ট বা প্রায় ৪০ টাকা।

(ওএস/এএস/অক্টোবর ১২, ২০১৫)