লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষয়িত্রী ও লোহাগড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভপতি, দৈনিক যায়যায়দিন এবং উত্তরাধিকার৭১ নিউজ পত্রিকার লোহাগড়া প্রতিনিধি রূপক মুখার্জি’র মা দিপালী মুখার্জি মৃত্যুবরণ করেছেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

সোমবার সকাল ৬টায় তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু বরণ করেন। তিনি দু’পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার শেষ কৃত্যানুষ্ঠান সোমবার দুপুরে লক্ষ্মীপাশা মহশশ্মানে সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস, সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু, সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আজাদ শিকদার, আওয়ামীলীগ নেতা মনজুরল করিম মুন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, পৌর আ’লীগের সভাপতি বনি আমিন ও লোহাগড়া প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রহমান, সম্পাদক এস এম আলমগীর কবির প্রমুখ।

(আরএম/এসসি/অক্টোবর১২,২০১৫)