পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ার ইউএনও‘র অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা। রবিবার বিকালে পেকুয়া উপকূলীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রাজাখালী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের পক্ষে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড়ের ইউপি সদস্য মো: আবদুর রহমান অভিযোগ করেছেন, আজ রবিবার সকাল ১১টার দিকে তাদের ইউনিয়নের ১২ জন ইউপি সদস্যকে ইউএনও ডেকে পাঠিয়ে তার কার্যালয়ে এনে সাদা কাগজে স্বাক্ষর আদায় করে। তাদের জিম্মি করে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার প্রসঙ্গে ইউপি সদস্যরা প্রথমে প্রতিবাদ করলে ইউএনও তাদের ধমক দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সিকদার বাবুলের অনুপস্থিতিতে ইউএনও তাদের এনে উপকূলীয় এলাকার শীর্ষ সন্ত্রাসী, বিএনপি নেতা ও বহু মামলার আসামী নুরুল আবছার বদুকে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করার জন্য চাপ সৃষ্টি করেছেন। গত শনিবার গভীর রাতে নুরুল আবছার বদুসহ স্থানীয় বিএনপি-জামায়াতের অর্ধডজন নেতা পেকুয়ার ইউএনও মীর শওকত হোসেনের সাথে তার বাসায় রুদ্ধধার বৈঠক করেছে। বৈঠকে ইউএনওকে মোটা অংকের উৎকোচ দিয়ে বদু নিজে রাজাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হওয়ার জন্য নানা কৌশল গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য আবদুর রহমান আরো অভিযোগ করে বলেন, জামায়াত-বিএনপির সমর্থক পেকুয়ার ইউএনও মীর শওকত সন্ত্রাসী বদুর সাথে যোগসাজশ করে তাদের রোববার সকাল ১১টার দিকে রাজাখালী ইউপি সচিব মহসিনের মাধ্যমে তাদের ইউনিয়নের ১২জন ইউপি সদস্যকে ডেকে এনে জোরপূর্বক কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর আদায় করে অশ¬ীল গালিগালাজ করে বিকাল ১টার দিকে কক্ষ থেকে বের করে দেন। ওই সাদা কাগজে স্বাক্ষরকে পুঁজি করে পেকুয়ার দূর্নীতিবাজ ইউএনও রাজাখালী ইউনিয়নের বিতর্কিত ইউপি সদস্য ও শীর্ষ সন্ত্রাসী বিএনপি নেতা বদুকে রাজাখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ করার জন্য অপতৎপরতা শুরু করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদ জানালে ইউএনও ইউপি সদস্যদের নানাভাবে হুমকি-ধমকি নানাভাবে ভয়ভীতি দেখায়। ইউপি সদস্যরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে পেকুয়ার দূর্নীতিবাজ ইউএনও মীর শওকত হোসেনের অপসারণ দাবী করেছেন। অন্যথায় সংবাদ সম্মেলনে ইউপি সদস্যরা কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন।

সংবাদ সম্মেলনে রাজাখালী ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত ওয়ার্ড়ের নারী ইউপি সদস্যা কুলসূমা বেগম, মোছাম্মৎ খালেদা বেগম, ইউপি সদস্য হোছাইন শহীদ সাইফুল্লাহ, আবদুর রহমান, ওয়াজেদ আলী, লিয়াকত আলী, ও শাহ আলম।

(এমকেইউ/অ/মে ২৫, ২০১৪)