মাগুরা প্রতিনিধি : মাগুরার মন্ডপে মন্ডপে চলছে শারদীয়া দূর্গা পুজার জোর প্রস্তুতি।  সোমবার দেবী পক্ষের শুরু দিয়ে সমস্ত মন্ডপ গুলোতে পড়ে গেছে সাজ-সাজ রব। উৎসবের দিন যতই ঘনিয়ে আসছে ততোই এ সম্প্রদায়ের লোকজনের মধ্যে বিরাজ করছে দেবীকে বরণ করে নেওয়ার প্রস্তুতি।

জেলার অধিকাংশ মন্ডপ গুলোতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ হতে চলছে। অল্প কিছু সংখ্যক মন্ডপে শিল্পীরা প্রতিমার গায়ে রং তুলির শেষ আচঁড় দিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও জোর সজাগ দৃষ্টি রাখছে যাতে কোথায়ও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ বছর জেলায় মোট ৬১৬ খানা পুজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে মাগুরা সদর উপজেলায় ২২৬ খানা,শালিখায় ১৪২ খানা,শ্রীপুরে ১৩৫খানা ও মহম্মদপুর উপজেলায় ১২৩ খানা পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি জেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে অধিকাংশ মন্দির গুলোর প্রতিমার রং এবং সজ্জার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। চলছে আলোক সজ্জাসহ বিভিন্ন ধরনের শৈল্পিক কাজ। পূজা উপলক্ষ্যে মেলার আয়োজন। মন্দির প্রাঙ্গনে ইতিমধ্যেই দূর-দুরান্ত থেকে আসা দোকানীরা তাদের বিভিন্ন ধরনের পসরা সাজাতে শুরু করেছে।

মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ এহসান উল্লাহ জানান পুজা মন্দির গুলোর জন্য কয়েকটি স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবীসহ আইনশৃংখলা

বাহিনী,পুলিশ,বিজিবি,র‌্যাব ও আনসার ভিডিপি’র সদস্যরা পূজা শুরুর ৩ পূর্ব থেকে দশমী পর্যন্তু এবং যে সমস্ত এলাকায় নৌকা বাইচসহ বিভিন্ন প্রকারের মেলা অনুষ্ঠিত হবে সেখানেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া সাদা পোশাক ধারী পুলিশের বিশেষ টিম সার্বক্ষনিক টহলরত থাকবে।

একই সক্সেগ জেলা সদরসহ প্রত্যেক উপজেলায় ১জন করে প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স টহল দেযাসহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে পূজা সম্পন্ন না হওয়া পর্যন্তু আইনশৃঙ্খলা বিষয়ে মনিটরিং করা হবে।

জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু জানান, গত বছরের তুলনায় এবছর জেলায় ৩৯ খানা পূজা বেশী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশাকরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় সুন্দর পরিবেশে সুষ্ঠ ভাবে পূজা অনুষ্ঠিত হবে । তাছাড়া মাগুরা জেলাবাসী অসম্প্রদায়িকতায় বিশ্বাসী। সে কারনেই সুষ্ঠু ভাবে পূজা উদযাপিত হবে বলে আমি আশাবাদী।

(ডিসি/এসসি/অক্টোবর১৩,২০১৫)