বিনোদন ডেস্ক : বেশ কয়েক বছর ধরে নিজের অভিনীত ছবি একাই কাঁধে বয়ে নিয়ে চলেছেন বলিউড হিরোইন বিদ্যা বালান।

‘ডার্টি পিকচার’ এ অবিনয়ের সুবাধে জাতীয় পুরস্কার, ‘কাহানি’র পর অসংখ্য প্রশংসা সবকিছুর পর এবার জুটেছে আরও একটি তকমাও।

সেটা হচ্ছে ‘বলিউডের হিরো’।

তবে এই তকমায় মোটেই খুশি তো ননই, বরং বেশ ক্ষুব্ধ হয়েছেন বিদ্যা।

এই বিষয়ে বিদ্যা বলেন, ‘প্রথমত আমি চাই না আমাকে হিরো বলা হোক। কারন, এটা খুবই পুরুষতান্ত্রিক একটি মন্তব্য। আমি হিরোইন বা অভিনেত্রী হিসেবে পরিচিতি পেতেই চাই। কারন, ক্যারিয়ার নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন বিদ্যা। এখনও পর্যন্ত যেই ধরনের কাজ করেছি, তা করতে পেরে আমি খুবই খুশি। ভাল চরিত্র ও ছবির ব্যাপারে আমি খুবই ক্ষুধিত ও পিপাসিত। যখন এই ধরণের কাজ আমি পাই তক্ষুণি আমি বাঘিনীর মতো সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ি। যতদিন বেঁচে থাকব ভাল কাজ করার ক্ষিদে আমার মধ্যে থাকবে।’

তার মতে এই ধরনের তকমা অত্যন্ত পুরুষতান্ত্রিক।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)