মাগুরা প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যমত সংগঠক, মাগুরা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সৈয়দ আতর আলীর ৪৪ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে মাগুরা জেলা আওয়ামীলীগ শহরের দলীয় কার্যলয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভায় জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, সৈয়দ আতর আলীর ছোট ছেলে জেলা ক্রীড়া অফিসার নাজমুল হাসান লোভন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী গোলাম মওলা, সাবেক উপ-প্রচার সম্পাদক শাখারুল ইসলাম শাকিল প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মহান এই নেতার জন্ম মাগুরা জেলার সদর উপজেলার পাটখালি গ্রামে ১৯১৩ সালে। ১৯৩৩ সালে গঙ্গারামপুর পি.কে হাইস্কুল থেকে প্রথম শ্রেণীতে এন্ট্রান্স পাশ করেন। পরবর্তীতে নড়াইল ভিকটোরিয়া কলেজ থেকে প্রথম বিভাগে আই.এ. এবং কলকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে কৃতিত্বের সাথে বি.এ. পাশ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী, মাওলানা ভাষানী, জাতির জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তৎকালীন জাতীয় রাজনৈতিক নেতাদের সান্নিধ্য লাভ করেন। তিনি ১৯৪৯ সালে মাগুরা মহাকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। এরপর ভাষা আন্দোলনে তিনি মাগুরা অঞ্চলে বলিষ্ট ভূমিকা পালন করেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে পি.ই-৮৮ মাগুরা-২ আসন থেকে এম.পি.এ নির্বাচিত হন। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ৮ ও ৯ নং সেক্টরের ‘পলিটিক্যাল কনভেনর’ নিযুক্ত হন এবং কৃতিত্বের সাথে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্বাধীনতার ২ মাস আগে ২৪ পরগনার কল্যাণী হাসপাতালে ১৯৭১ সালের ১৩ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের মাটিতে যশোরের ঝিকরগাছা উপজেলার তৎকালীন মুক্তাঞ্চল কাশিপুর গ্রামে তাঁকে সমাহিত করা হয়।

এদিকে দুপুরে সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল, রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়।

(ডিসি/এএস/অক্টোবর ১৩, ২০১৫)