নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার বেলা ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, পিপিএম সড়ক দুর্ঘটনা রোধকল্পে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেন।

তিনি হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করার জন্য হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরন করেন তিনি। সেখানে তিনি ৩৫ জন হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ রাশিদুল হক, সদর থানার ওসি মোঃ জাকিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নাহিদ পারভেজ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(বিএম/এএস/অক্টোবর ১৪, ২০১৫)