গাইবান্ধা প্রতিনিধি: নদী ভাঙ্গনের কবল থেকে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরসহ ভাঙ্গন কবলিত এলাকা রক্ষা এবং ভাঙ্গন প্রতিরোধে অবিলম্বে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন শাখা এই কর্মসূচীর আয়োজন করে।

এছাড়া বন্যার্তদের জন্য বরাদ্দকৃত ত্রানের চাল আত্মসাতের অভিযোগে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সরকার ছকমলকে গ্রেফতার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ঐতিহ্যবাহী কামারজানি হাটের সকল ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে জেলা প্রশাসন কর্তৃক দোকান ঘরের লাইসেন্স প্রদানের দাবিতেও এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, পার্টির উপজেলা কমিটির সভাপতি ময়নুল কবির মন্ডল, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম, কামারজানি ইউনিয়ন শাখার সম্পাদক এমদাদুল হক, মশিউর রহমান মইশ্যাল, জাহাঙ্গীর আলম মন্ডল, প্রতিভা সরকার ববি, রানু সরকার প্রমূখ।

বক্তারা বলেন, কামারজানি বাজারে চেয়ারম্যান কর্তৃক ক্ষেতমজুরদের বরাদ্দকৃত চাল আত্মসাতের ঘটনার একমাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোন মামলা হয়নি বা দায়ীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। চেয়ারম্যান শাসকদলের কর্মী হওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে না বলে বক্তারা অভিযোগ করেন। মানববন্ধন থেকে অবিলন্বে দায়ী চেয়ারম্যানকে গ্রেফতার, কামারজানি হাটকে নদী ভাঙ্গন থেকে রক্ষা ও হাটের ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানের দাবি জানানো হয়।

(আরআই/এলপিবি/অক্টোবর ১৪, ২০১৫)