সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা স্বীকৃতি প্রাপ্ত সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করাসহ তিন দফা বাস্তবায়নের দাবীতে মানবন্ধন কর্মসূচী পালন করেছে। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক স্মারকলিপি পেশ করেন।

বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠনের শিক্ষক-কর্মচারী ফেডারেশন এই কর্মসূচীর আয়োজন করে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আশাশুািন- সাতক্ষীরা সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন , শিক্ষক নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সংগঠণের সাধারন সম্পাদক প্রধান শিক্ষক মো: মেহেদী হাসান, শিক্ষক নেতা মো: মিজানুর রহমান, হারুণ অর রশিদ , সাইফুল ইসলাম , মফিজুল ইসলাম, হাসান রশিদ, শিবপদ গাইন, মাধব সরকার,সুব্রত কুমার সরদার, সাইফুল ইসলাম, মাহবুবর রহমান, নূরুল ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত করাসহ তিন দফা অবিলম্বে বাস্তবায়নের দাবী জানান।

মানববন্ধন শেষে শিক্ষক ও কর্মচারিরা জেলা শহরে প্রধান প্রধান সড়কে মিছিল করে সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।
অনুষ্ঠানে পাঁচ শতাধিক নন-এমপিও শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী অংশ গ্রহন করেন।



(আরএনকে/এসসি/অেক্টোবর১৪,২০১৫)