গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার সাড়ে ১০টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মটরশ্রমিক ও তার পরিবারের সদস্যরা অংশ নেন।

সেখানে কাজী সাইদের স্ত্রী সেলিনা বেগম অভিযোগ করে বলেন, তার স্বামীকে ষড়যন্ত্র মূলকভাবে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে। তার স্বামীকে তিনি নির্দোষ দাবি করে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ জানুয়ারি গোপালগঞ্জ শহরের সোনাকুড় গ্রামের নান্নু সিকদারের ছেলে অভি সিকদার নিখোঁজ হয়। ১৫ দিন পর নড়াইল জেলার নড়াগাতী থানার জলডাঙ্গা গ্রামের একটি ডোবা থেকে অভি সিকদারের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১ ফেব্রুয়ারি নিহত অভি সিকদারের ভাই তরিকুল ইসলাম সিকদার বাদী হয়ে মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজী সাইদ ও তার পরিবারের অপর ৫ সদস্যকে আসামি করে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বর্তমানে কাজী সাইদসহ ৬ জন কারাগারে রয়েছেন।

(এমএইচএম/এলপিবি/অক্টোবর ১৫, ২০১৫)