সাতক্ষীরা প্রতিনিধি : বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের অধীন ইন্দ্রিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি) এর আয়োজনে ভারতের কর্ণাটক থেকে আগত শিল্পীদের পরিবেশনায় লোকনাট্য পরিবেশিত হয়েছে।

আট সদস্যের এই যক্ষগান দল ‘শবর’ এর দল নেতা নাট্যকলায় স্নাতক ডিগ্রি ধারী শ্রী নাগরাজ যোশী এবং এ দলে আরো ছিলেন, সতীশ, মঞ্জুনাথ, নরেন্দ্র, কৃষ্ণ, অক্ষর অমর এবং বিজ্ঞানেশ্বর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। অনুষ্ঠান পরিচালনা করেন, ভারতীয় হাই কমিশনারের সেক্রেটারী সিদ্ধার্দ্ধ চট্টোপ্যাধায়। এসময় অনুষ্ঠানটি উপভোগ করেন সাতক্ষীরার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ।

(আরকে/এএস/অক্টোবর ১৫, ২০১৫)