রিপোর্টার : আসন্ন রমজানে চিনির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখার তাগিদ দিয়েছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ।

রবিবার সংসদীয় সভায় এ তাগিদ দেওয়া হয়। রমজান মাসে ব্যবসায়ীরা যাতে চিনি মজুদ করতে না পারে সে বিষয়ে তদারকির সুপারিশও করা হয় বৈঠকে। এ ছাড়া, ইউরিয়া সারের মজুদ, সিস্টেম লস কমানো, গুদামজাত ও বাজারজাতকরণের তারিখ সঠিকভাবে তদারকির তাগিদ দেওয়া হয়। এছাড়া প্রতিটি দপ্তরের অডিট কার্যক্রম হালনাগাদ রাখার বিষয়েও নির্দেশনা প্রদান করা হয়।

কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, আবুল কালাম, মো. আহসানুল হক চৌধুরী, রহিম উল্লাহ প্রমুখ।

(ওএস/এস/মে ২৫, ২০১৪)