রানীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় এক সাথে দুই উৎসবের মত আসছে পুজা আর বইছে পৌর নির্বাচনী হাওয়া।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পুজা। ঠিক এ সময়ে রানীশংকৈলে আসন্ন ২য় পৌর নির্বাচনের হাওয়া বইছে।

এদিকে পৌর শহরে হিন্দু সম্প্রদায়ের ভোট ব্যাংকের সংখ্যা বেশি থাকায় প্রত্যেক প্রার্থীই তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। পৌর মেয়রের সম্ভাব্য প্রার্থীরা পৌরসভার মধ্যে অবস্থিত মন্দিরগুলোর ভালই খোঁজ খবর রাখছেন। মেয়র নির্বাচিত হলে মন্দিরের ব্যাপক উন্নয়ন করে দিবে বলেও প্রতিশূতি দিচ্ছেন।

রানীশংকৈল পৌরসভায় পৌর মেয়রের সম্ভাব্য প্রার্থীরা হলেন, রানীশংকৈল উপজেলা যুবলীগ সহ-সভাপতি মামুনুর রশিদ এলবার্ট, যুবলীগ সম্পাদক আলমগীর সরকার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর প্রশাসক মুঞ্জরুল আলম, বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা মইনুদ্দীন বিশ্বাসের ছেলে সাবেক ছাত্র ও যুবদল নেতা মাহমুদুন নবী পান্না বিশ্বাস, আ’লীগ নেতা পূজা কমিটির সম্পাদক সাধন বসাক, ইস্তেগার আলী, তরুণ প্রজন্মের পক্ষের পূর্ব ঘোষিত প্রার্থী ছাত্রনেতা মোকারম হোসেন।

(কেএএস/এলপিবি/অক্টোবর ১৬, ২০১৫)