রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে 'গ্রামীণ দারিদ্র বিমোচন ও সামাজিক সুরক্ষায় কৃষি' প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক মাষ্টার।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক, সম্পাদক মোঃ তাজউদ্দিন আহম্মেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুলোক বসাক, উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলায় ২০১৪-১৫ অর্থ বছরে মোট খাদ্য চাহিদা ৩৮ হাজার ১ শত ৮৮ মে.টন এবং মোট উৎপাদন ১ লক্ষ ৪৪ হাজার ২ শত ৭৬ মে. টন। এতে খাদ্য চাহিদা পুরণ করে উদ্বৃত্তের পরিমান ৮৯ হাজার ৩ শত ৮১ মে. টন দাঁড়িয়েছে। মর্মে পরিসংখ্যানে প্রতিয়মান হয়েছে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ উপজেলা রাণীশংকৈল। খাদ্য উৎপাদনের পাশাপাশি নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাজেদুল ইসলাম।

(কেএএস/এলপিবি/অক্টোবর ১৬, ২০১৫)