শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল আগনূকালী গ্রামে ‘বাংলাদেশের পাখি বাংলাদেশের প্রাণ, পাখি বাঁচান দেশ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’ কর্তৃক আগনূকালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মোঃ হাসিবুর রহমান স্বপন।

অনুষ্ঠানে পাখি সংরক্ষন ও পরিবেশ বিষয় নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ‘দি বার্ড সেফটি হাউজের’ প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা মামুন বিশ্বাস।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোজাম্মেল শাহ্ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (উপবৃত্তি) প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ, বিএমএ সিরাজগঞ্জ শাখার সভাপতি জহুরুল হক, মিল্কভিটার পরিচালক ড.সাজ্জাদ হায়দার লিটন, শাহজাদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল হাই, শাহজাদপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল হাসনাত, শাহজাদপুর থানা অফিসার ইনচার্জ রেজাউল হক প্রমুখ।

বক্তরা বলেন, স্থানীয় সংগঠনের সদস্যরা একটি গ্রামে পাখিদের বাসস্থান তৈরি করতে গাছে কলস বেধে যে ভাবে বাসা তৈরি করেছে, বিষয়টি সত্যই প্রশংসনীয়। এভাবে যদি দেশের অনান্য ব্যাক্তি বা সংগঠন এগিয়ে আসে, তাহলে এই দেশে পাখিদের বংশ বিস্তার হবে, পাশাপাশি পরিবেশের উন্নতি হবে, দেশ বাচবে। পাখি সংরক্ষনের জন্য তাদের গৃহিত পদক্ষেপকে আমরা সাদুবাদ জানাই।

উল্লেখ্য পাখি সংরক্ষন এবং প্রায় বিলুপ্ত প্রজাতি পাখিদের বাঁচিয়ে রাখার জন্য দি বার্ড সেফটি হাউজ এর পক্ষ থেকে আগনূকালী গ্রামে সকল গাছে মাটির কলস বেধে দেয়া হয়েছে। এপর্যন্ত ৪৩৫টি কলস গাছে বাধা হয়েছে। এই কলসের মধ্যে বিভিন্ন জাতের পাখি বসবাস শুরু করেছে।

আলোচনা শেষে একটি বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

(এআরপি/এএস/অক্টোবর ১৬, ২০১৫)