গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ইঞ্জিনিয়ার ইনিষ্টিটিউট অব বাংলাদেশ এর কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করায় সমাবেশ করেছেন মাধ্যমিক মডেল স্কুলের হাজার-হাজার শিক্ষক।

শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ায় ইঞ্জিনিয়ার ইনিষ্টিটিউট অব বাংলাদেশ এর কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ কবির আহম্মেদ ভূইয়ার নেতৃত্বে নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, সহ-সভাপতি প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ, মোঃ নুরুজ্জামান উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশ বিষয়ক পুরস্কার চ্যাম্পিয়ন্স অব দ্যা আর্থ ও আইসিটি অ্যাওয়ার্ড অর্জন করায় দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন দেশের ৩১৫টি মাধ্যমিক মডেল স্কুলের দেড় সহস্রাধিক শিক্ষক।

পরে সমাধী সৌধ কমপ্লেক্সের পাশের মাঠে উদযাপন কমিটির আহবায়ক মোঃ বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক মডেল স্কুল সমিতির সভাপতি সুধাংশু শেখর তালুকদার, সাধারণ সম্পাদক মীর আব্দুল হান্নান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখ বক্তব্য রাখেন।

এতে সারা দেশের ৩১৫টি মাধ্যমিক মডেল স্কুলের দেড় সহস্রাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

(এমএইচএম/এলপিবি/অক্টোবর ১৬, ২০১৫)