সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

অটক জামায়াত-শিবিরের নেতাকর্মীরা হলেন- আব্দুল মতিন (৪০), ইমাজ উদ্দিন (২৬), গৌছ উদ্দিন (৩৪), সুমন আহমদ (২০) ও আতাউর রহমান (৪২)।

চরমহল্লা ইউপি চেয়ারম্যান কদর মিয়া জানান, সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি পদে ফয়সল আহমদ নির্বাচিত হওয়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা টেটিয়ারচর বাজারে ফয়সলকে অভিনন্দন জানিয়ে পোস্টার লাগাতে যায়।

এসময় স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা তাদের বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তারা ছাত্রলীগের নেতাকমীদের ওপর হামলা চালায়।

এতে ছাত্রলীগের তিন নেতাকর্মী অহত হন। আহত নেতাকর্মীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তবে, তাৎক্ষণিক আহতদের নাম‍পরিচয় জানা যায়নি।

(এইচআর/মে ২৬, ২০১৪)