গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই কারাগারের পার্ট-১ এ মো. শাহজাহান মোল্লা (৪৫) নামের ওই কয়েদির মৃত্যু হয়। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউনাট গ্রামের মো. মমতাজ উদ্দিন মোল্লার ছেলে।

কাপাসিয়া থানার একটি খুনের মামলায় সশ্রম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহজাহান ২০০৬ সালের ১৮ মার্চ থেকে এ কারাগারে আসেন।

ওউ কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সকাল ৭টার দিকে শাহজাহান বুকে ব্যথা অনুভব করেন। জানার পর তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়।

পরে চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সকাল ৮টার দিকে হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক শাহজানাকে মৃত ঘোষণা করেন।

(এসএএস/এএস/অক্টোবর ১৯, ২০১৫)