গোপালগঞ্জ প্রতিনিধি।।গোপালগঞ্জে মাদ্রাসা ছাত্র রিয়াজুল ইসলাম হত্যা মামলার রহস্য উদঘাটিত হয়েছে। প্রেম ঘটিত বিষয় ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মামলার অন্যতম আসামী প্রিন্স খান।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিলু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার জেলা জজ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নিকট দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রিন্স খান তারই প্রতিবেশী রিয়াজুলকে হত্যার কথা স্বীকার করেছে। আর এ হত্যাকান্ডে সেসহ ৭ জন জড়িত রয়েছে বলে জানিয়েছে। প্রিন্সকে তারা শ্বাসরোধ করে হত্যা করে ডুবার পানিতে ফেলে রেখে যায়।
গত বছর ২০ অক্টোবর রাত সাড়ে ৯ টার দিকে শহরের পথকলি স্কুলের পিছনের ডোবার (পানি) মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সে শহরতলী চরমানিকদাহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। গত বছর গোপালগঞ্জ আলীয়া মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ছিলো রিয়াজুল।

(মোহোমু /বিএইচ২১অক্টোবর২০১৫)