পাবনা প্রতিনিধি : রাজশাহী বিভাগে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট দ্বিতীয় দিনের মতো পাবনায়ও চলছে। ধর্মঘটের কারণে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে। সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা।

পাবনা জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ওমর আলী জানান, সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনার তার কার্যালয়ে আট জেলার বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে কী সিদ্ধান্ত হয় তার ওপর নির্ভর করবে ধর্মঘট প্রত্যাহার করা হবে কিনা।

২১ মে অননুমোদিত ও ফিটনেসবিহীন নসিমন, করিমন, ভটভটি, পাওয়ারটিলার, ট্রাক্টরসহ অবৈধ যান চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হয়। রাজশাহী জেলা বাস-ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রবিবার থেকে এ ধর্মঘট শুরু হয়।

(এইচআর/মে ২৬, ২০১৪)