গোবিন্দগঞ্জ প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের কোমরপুরের বৈঠাখালি নামক স্থানে  একটি ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।  স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বৈঠাখালি নামক স্থানে একটি ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখতে পেয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আমিনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের গলায় আঘাতের চিহৃ রয়েছে। তার পড়নে লুন্সি ও গায়ে দুটি শার্ট ছিল। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে হত্যার পর লাশ ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। লাশের ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া লাশের পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

(শারেডা/বি এইচ২২অক্টোবর২০১৫)